ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে মায়েদের সাথে মতবিনিময়।
ঝালকাঠি সদর হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মায়েদের সাথে মত বিনিময় করেছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. হাফিজুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষাকর্মকর্তা গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন। মায়েদের গতানুগতিক ভাত ডাল সহ পরিবারের খাদ্য তালিকায় প্রতিদিনই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার সংযোজন করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার আহ্বান জানান।
ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে মায়েদের সাথে মতবিনিময় করছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই