করোনায় ল্যাব এইড হাসপাতালের এমডির মৃত্যুবরণ
বৈশ্বিক মহামারী ও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক (এমডি) ও চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. মাহবুবুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যা পরিবার- পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ল্যাব এইড হাসপাতাল ঢাকার একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,সোমবার ২৬ এপ্রিল ভোর ৪:৩৭ মিনিটে ল্যাব এইড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডা. মাহবুবুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ল্যাব এইড হাসপাতালের এমডি হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে ঢাকার হাজারীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ল্যাব এইড কর্তৃপক্ষ। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৮এপ্রিল/জই