• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গোল মেকার মেসির পারফরম্যান্সে বার্সেলোনার বড় জয়

ফারজানা শাহাজাদা লাভলী ভিয়েনা থেকে বিশেষ ক্রিড়া ডেক্স
আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

গোল মেটাল মেসির পারফরম্যান্সে বার্সেলোনার বড় জয়

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে দুর্বল গেটাফের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। যেখানে জোড়া গোলের পাশাপাশি একটি এসিস্ট করেছেন মেসি। এছাড়া পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন বার্সা অধিনায়ক।

ম্যাচের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে আচমকা বুলেট গতির শট নেন মেসি। যা ক্রসবারের ভেতরের অংশে লাগলেও জালে প্রবেশ করেনি। তবে প্রথম গোলের জন্য ৮ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি এই জাদুকরকে। সার্জিও বুসকেটসের বুদ্ধিদীপ্ত থ্রু বল ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন মেসি।

চার মিনিটের মধ্যে এই গোল আবার ফেরত পেয়ে যায় বার্সেলোনা। তবে সেটিও নিজেদের ভুলে। বাম দিক থেকে ক্রস করেন গেটাফের মার্ক কুকুরেইয়া। সেই বলে বক্সে দাঁড়িয়ে ফ্লিক করেন অ্যাঞ্জেল রদ্রিগেস। বল লক্ষ্যের ধারেকাছেও ছিল না। কিন্তু ক্লেমেন্ত লংলের গায়ে লেগে ঢুকে যায় জালে, আত্মঘাতী গোল হজম করে বার্সেলোনা।

অবশ্য এই আত্মঘাতী গোলের শোধটা নিজেরাই করে গেটাফে। ম্যাচের ২৮ মিনিটের সময় নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে আত্মঘাতী গোল হজম করে তারা। বলটি বিপদমুক্ত করতে গোলরক্ষক ডেভিড সোরিয়ার উদ্দেশ্যে ব্যাক পাস দিয়ে দেন ডিফেন্ডার সোফিয়ান চাকলা। কিন্তু সেটি ছিল সোরিয়ার নাগালের বাইরে। বলে খুব বেশি গতি না থাকলেও, ধীরে ধীরে গড়িয়ে প্রবেশ করে জালে। আত্মঘাতী গোলের সুবাদেই ফের লিড নেয় বার্সা।

এর মিনিট পাঁচেকের মধ্যে ব্যবধান বাড়ান মেসি। ডান দিক থেকে তার বাম পায়ের শট দূরের পোস্টে লাগে। তবে ফিরতি বল আসে মেসিরই পায়ে। সেটি থেকে আবার দূরের পোস্ট দিয়েই বল জালে জড়ান এ আর্জেন্টাইন জাদুকর। যার সুবাদে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। লিগে মেসির এটি ২৫তম গোল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯ মিনিটের সময় পেনাল্টিতে দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা। ডি-বক্সের মধ্যে গেটাফে ফরোয়ার্ড এরেস উনালকে ফাউল করেন বদলি হিসেবে নামা আরাউহো, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান উনাল নিজেই।

তবে এই ব্যবধান আবার বাড়ানোর দায়িত্বটাও নেন আরাউহো। ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের মিনিট তিনেক আগে মেসির বাঁকানো কর্নারে লাফিয়ে ওঠা হেডে হালিপূরণ করেন আরাউহো। পরে অতিরিক্ত যোগ করা সময়ে ফাউলের শিকার হন গ্রিজম্যান। সেখান থেকে পাওয়া পেনাল্টিতেই আসে পঞ্চম ও শেষ গোলটি।

এ জয়ের ফলে লা লিগার শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখল বার্সেলোনা। এ পর্যন্ত খেলা ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট, অবস্থান করছে তিন নম্বরে। অন্যদিকে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ