এই পৃথিবী বাসযোগ্য নয়
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
প্রেম অফুরন্ত ভাবে হেঁটে যাচ্ছে দক্ষিণ গোলার্ধে,
যেখানে পৃথিবীর আকাশ নেমে পড়েছে
বরফের ভূখণ্ডে,
নির্জন পৃথিবী যেখানে চুম্বন খাচ্ছে রোজ রোজ
অথচ হাত ধরে হেঁটে হেঁটে যেতে চাচ্ছি,
এই পৃথিবীর সীমানা ছেড়ে,
যেখানে পাখিহীন আকাশ থাকবে,
তোমাকে আমাকে ধরার জন্য কোন উড়োযান উড়বেনা,
গাছহীন ভূমি থাকবে,অক্সিজেন কিংবা কার্বন ড্রাই অক্সাইড থাকবেনা,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,আইন-কানুন,
১৫৩পৃষ্ঠার রচিত কোন সংবিধান কিংবা ডিজিটাল আইন থাকবেনা, রাজপথে মিছিল কিংবা স্লোগান, মৃতদেহ নিয়ে কোন আর্তনাদ থাকবেনা, সুস্থ থাকার জন্য কবিরাজ,ডাক্তার থাকবেনা।
ভালোবাসা খেয়ে বাঁচবো,তোমার এক একটা চুম্বন সহস্র বছর বাঁচিয়ে রাখবে, প্রেমের পথে হাঁটতে হাঁটতে,এক গোলার্ধ
থেকে অন্য গোলার্ধ হবে আমৃত্যু পথ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৪এপ্রিল/জই