নষ্ট ৪৪ লাখ ডোজ, অপচয় বিতর্কে নাম জড়িয়েছে মহারাষ্ট্রও!
ভারতে করোনার টিকার যতটা ব্যবহার হচ্ছে, অ’পব্যবহারের হারও কম নয়। ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া হিসাব বলছে, ভা’রতে এখনও পর্যন্ত ব্যবহৃত ১০ কোটি ডোজের মধ্যে ৪৪ লাখ ডোজ নষ্ট হয়েছে। অ’পচয়ের দিক থেকে শীর্ষে রয়েছে তামিলনাড়ু।
দেশটির সংবাদমাধ্যমি জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে টিকাকরণ প্রকল্পে ব্যবহৃত মোট টিকার অন্তত ২৩ শতাংশই নষ্ট হয়েছে। অ’পচয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু। মোট টিকার ১২ শতাংশ সে নষ্ট করেছে অঞ্চলটি।
এরপর আছে যথাক্রমে হারিনা ৯ দশমিক ৭৪ শতাংশ, পাঞ্জাব ৮ দশমিক ১২ শতাংশ, মনিপুর ৭ দশমিক ৮ শতাংশ এবং তেলেঙ্গানা ৭ দশমিক ৫৫ শতাংশ। অ’পচয় বিতর্কে নাম জড়িয়েছে মহারাষ্ট্রও।
আর, যেসব রাজ্যে অ’পচয় অনেক কম তাদের মধ্যে শীর্ষে পশ্চিম বাংলা। তারপর আছে কেরালা, হিমাচল প্রদেশ, মিজো’রাম, গোয়ার মতো অঞ্চলগুলো।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভা’রত জুড়ে টিকাসঙ্কট চলছে। বেশ কিছু রাজ্যেই টিকার স্ট’ক সম্পূর্ণ শূন্য। আ’ট’কে আছে টিকাকরণের কাজ। এই পরিস্থিতিতে টিকা নষ্টের খবর অ’ত্যন্ত হতাশাজনক।
আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হবে দেশটিতে। ফলে টিকার বিপুল জোগান কোথা থেকে আসবে, সেই কথা ভেবে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই