বেলা কখন যে চলে গেল
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
শূন্য শূন্য এই চোখে কখন যে তুমি কাজল পড়িয়েছিলে,
আমার জানা নেই,আমিও জানতে চাইনি,
কিছুক্ষণ যখন চেয়েছিলাম,
তখন ভেবেছি কেবল আমার মৃত্যু প্রেমের ধূপকাঠি,
ধূপকাঠি আমার পায়ের নিকটে,
আমার মাথার সম্মুখে দাউদাউ করে জ্বলছিল।
তখন দূর পাখির ডানার মতন আমার পরাণ পাখি ছটফট করেছিল
অথচ তোমার হাসি মাখা মুখ,
ঐ যে আয়না,সেই আয়নাই বারংবার ভেসেছিল,তোমার প্রেম যখন ছেড়ে চলে গিয়েছিল তখন আয়নাই নেমে এসেছিল তোমার শূন্যতা।মাঝেমাঝে আমার ভিতরে তোমার শব্দ ভাসতো, তোমার নুপুরের আওয়াজ আসতো,তুমিহীনা অথচ দুঃখের কদমে কদমে বেলা কখন যে বুড়ো হয়ে গেল। সেই খেয়াল নেই, বেখেয়ালি মন চেয়েছিল আরো কিছুক্ষণ,তোমার মৃত্যু ছায়া আমার পিছুপিছু হাঁটুক, ধূপকাঠির শেষ অব্দি পর্যন্ত।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩এপ্রিল/জই