অথচ আমি না প্রেমিক,
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
প্রেম,তুমি দাঁড়িয়েছিলে ঐ লাল ঘষা দলানে সরু সরণিতে,
সাক্ষাৎ পেয়েও জড়িয়ে নিতে পারিনি,
কথা ভেসে গেলো,কথার কন্ঠস্বরে,
হৃদয় ডুবে গেল,হৃদয়ের জলে
অথচ অফুরন্ত বেলা তোমার পায়ে চুমু খেয়ে ছিল শতবার,
পাখি উড়ছে আঁকাবাঁকা রাস্তার চিপা আকাশে,
যে দেখছে,তাঁর চোখ খুঁজে বের করো,
অথচ আমি না প্রেমিক হয়ে
যুগল চোখে তাকিয়ে আছি,
তুমি চোখের ভাষা খুঁজছো,
খুঁজতে খুঁজতে নারিন্দার আঁকাবাঁকা রাস্তার উড়ন্ত পাখির স্বপ্ন বুঁনছো।
যে পাখি উড়ে যাচ্ছে, উড়ে তো যেতই
মনে না করি দিলেও স্বপ্ন যে বুঁনছে,
সেটা সে বুঁনবেই,
অথচ আমি না প্রেমিক হয়ে তোমার পাশেই দাঁড়িয়েই আছি,
তোমার সমস্ত কথা গিলে গিলে খাচ্ছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭এপ্রিল/জই