• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

টেকনাফের লম্বাবিলে ট্রাক টমটম মুখামুখি আহত ১ নিহত টমটম চালক

জুবাইরুল ইসলাম (টেকনাফ) ককসবাজার
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

টেকনাফের লম্বাবিলে ট্রাক টমটম মুখামুখি আহত ১ নিহত টমটম চালক
কক্সবাজারের টেকনাফ হোইক্যং দীর্ঘ জনপদের বেপরোয়া ঘাড়ি চলাচলে নিয়ে গেল অসহায় টমটম চালকের তাজা প্রাণ।
গতকাল ৮ নভেম্বর টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় একটি পিকআপ ভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়।আহতরা হল নয়াপাড়া দক্ষিণ মাথা এলাকার জাফর আলমের পুত্র রবিউল অালম (১৮),ঝিমংখালী এলাকার মৃত আবুল খায়ের মেম্বারের পুত্র মো: ছৈয়দ অালম (৫০)আরেক জনের পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুতুপালং IOM হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক টিটম্যান দিয়ে পরে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রবিউল অালম (১৮) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য বলেন দায়িত্বরত চিকিৎসকরা।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে যথাযথ চেষ্টা করলে ও তাকে ফিরে পাইনী তার পরিবার এতে চিকিৎসাধীন অবস্থায় আজ (০৯ নবেম্বর ৪:00 টায় সময় মৃত্যুবরণ করেন টমটম চালক রবিউল আলম।
এদিকে পিকআপ চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে চলে গেল এক যুবকের তাজা প্রাণ।
এলাকার সচেতন মহলের দাবী কক্সবাজার টেকনাফ মহাসড়কে নিয়মিত দেখা যায় ডাম্পার পিকআপভ্যানের বেপরোয়া গাড়ি চালানো। এর আগে ও অনেক তাজা প্রাণ অসময়ে চলে গেছে এই পিকআপ ভ্যান চালকদের কারণে। স্থানীয়রা জানান পিকআপ ভ্যানের চালক নেশাগ্রস্ত ছিল। অভিযোগ সত্য কিনা জানতে চেষ্টা করতে চাই হাইওয়ে থানা পুলিশ।
হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই রাকিব হাসান জনান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই এবং পিকআপ ভ্যান টমটম জব্দ করা হয়।
বিডিনিউজ ইউরোপ/৯ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ