দাড়ির জায়গাই মোচ উঠেছে,একটু আগেপাছে
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
মরণ যদিও চাই আমি,মরতে তবুও পারিনা,
যে কারনে মরবো আমি,সেই কারনটা জানিনা।
হাসছি দেখো ফ্যালফ্যাল করে,বুকে আছে কষ্ট,
অজানারি ব্যথা বুকে,জীবন তবুও নষ্ট।
রাতের কাছে আলো চাই, দিনের কাছে আঁধার,
মূলকথাতেই ভুল করেছি,সেটা আছে জানার।
ভাবছি আমি পাখি হলে,উড়তাম সারা বেলা,
কোথায় গিয়ে থামবো আমি,করছি তবে খেলা।
ভাবছ তুমি বেকার ছেলে,চিন্তা কেন এত,
চাকরি পেলে, সুখী হবে অভাব আছে যত।
বয়স গেছে ৩০ হয়ে, সেই খেয়াল কি আছে?
দাড়ির জায়গাই, মোচ উঠেছে,একটু আগেপাছে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৩মার্চ/জ ইসলাম