• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

শিকারিদের বেপরোয়া বিচরণে চলনবিলের পাখিদের জীবন যাত্রা চরম হুমকীর মুখে

নাটোর প্রতিনিধি ( চলনবিল)
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শিকারিদের বেপরোয়া বিচরণে চলনবিলের পাখিদের জীবন যাত্রা চরম হুমকীর মুখে

বাংলাদেশের প্রসিদ্ধতম জলাশয় ও জীববৈচিত্র্য অন্যতম বিচরণ ক্ষেত্রে
সিংড়ার চলনবিলের প্রায় পাঁচ কিলোমিটার কাদাপানি মাড়িয়ে অর্ধশত পাখি শিকারের ফাঁদ উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। শিকারিদের বেপরোয়া বিচরণের কারণে চলনবিলের বিশাল পাখপাখালির বিচরণে বিশাল প্রভাব পড়ছে।হুমকির মুখে রয়েছে পাখিদের জীবন যাত্রা। এরই ধারাবাহিকতায় গত ৮ ই নভেম্বর
উদ্ধার করা হয়েছে জবাই করা চারটি হুটটিটিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি। শনিবার সিংড়া উপজেলার মুষ্টিগর ও সারদানগর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালান স্থানীয় পরিবেশকর্মীরা। এ সময় চলনবিলের মুষ্টিগর গ্রামের খুরশেদ আলীর বাড়ি থেকে চারটি জবাই করা হুটটিটি ও একই গ্রামের টুকু মিয়ার বাড়ি থেকে খাঁচায় বন্দি দুটি বক উদ্ধার করেন পরিবেশকর্মীরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুষ্টিগর ও সারদানগর বিল থেকে পাখি শিকারের অর্ধশত ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় শিকারিদের কাছ থেকে আরও ১৪টি পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো সিংড়ার ইউএনও নাসরিন বানু ও এলাকাবাসীর সহযোগিতায় অবমুক্ত করা হয়। জবাই করা পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।
অভিযানে অংশ নেন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী হাসান ইমাম, সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ।
সূত্র -সমকাল

বিডিনিউজ ইউরোপ /৯ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ