বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইতালী আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাস প্রাদুরভাবের মধ্যে সল্প সংখ্যক মুজিব আদর্শের নেতৃবৃন্দের নিয়ে ১৭ই মার্চ বুধবার স্হানীয় একটি হলরুম আয়োজিত সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, কৃতিত্ব, গুণাবলী ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্মসাধারণ সম্পাদক সোয়েব দেওয়ানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সহ সভাপতি মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, তথ্য ও গবেষনা সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, সম্মানিত সদস্য আব্দুর রশিদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো সাধারণ সম্পাদক রনি আহমেদ, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, মুজিবুর মৃধা, মুক্তার হাওলাদার সহআরো অনেকেই।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিব পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুর রহমান মসজিদের খতিব হাফিজ মাওলানা ইসরাফিল।
বিডিনিউজ ইউরোপ /১৮ মার্চ/ জ ইসলাম