সৌদিতে বাতিল হচ্ছে ‘কফিল পদ্ধতি’, ।
যেসব সুবিধা পাবেন শ্রমিকরা—-
আজ ১৪ই মার্চ থেকে সৌদি আরবে থাকছে না প্রবাসী শ্রমিকদের জন্য কফিল পদ্ধতি। মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। যেসব সুবিধা পাবেন শ্রমিকরা-
(১) সৌদির “লেবার রিফর্ম ইনিশিয়েটিভ” এর আওতায় “কফিল পদ্ধতি” বাতিল হলে, চলমান চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের পারমিশন নিতে হবে না। চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে।
(২) এক্সিট, রি-এন্ট্রি ভিসার জন্য লাগবে না কোন অনুমতি। চাকরির চুক্তিশেষে কর্মী সহজেই ফাইনাল এক্সিট ভিসা নিতে পারবেন।
(৩) এছাড়া কফিল হুরুব লাগাতে পারবে না।
(৪) স্পন্সর পরিবর্তন, এক্সিট রি-এন্ট্রি, ফাইনাল এক্সিট এর জন্য ফ্রি ভিসায় কর্মরত শ্রমিকরা কফিলদের অতিরিক্ত অর্থ দিতে হতো। এখন সেটির প্রয়োজন হবে না।
(৫) মাসে মাসে কপিলকে নিদিষ্ট অংকের অর্থ দিতে হতো সেটা থেকেও মুক্তি মিলবে শ্রমিকদের। শুধুমাত্র সরকারি ফি সরাসরি জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে। শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মিলবে চুক্তি অনুযায়ী।
থাকছে ওয়েজ প্রোটেকশন সিস্টেম, ডিজিটালি ডকুমেন্টস কন্ট্রোল, মালিক এবং শ্রমিকের মধ্যকার সমস্যা সমাধানে “উইডি” প্রোগ্রাম। তবে, গৃহকর্মীরা এই সুবিধা পাবেন না।
বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৪মার্চ/জ ইসলাম