‘আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে চট্টগ্রামে উন্মুক্ত আলোচনা সভা’ : নারী সংহতি
আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে নারী সংহতি চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস ছিলো। আজ ৯ ই মার্চ চট্টগ্রাম নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ের পঞ্চম তলায় মওলানা ভাসানী অডিটোরিয়ামে এই আলোচনা সভায় সভাপতিত্বে করেন নারী সংহতি, চট্টগ্রাম জেলার সভাপতি নুরুন্নেছা মুন্নি এবং সঞ্চালনা করেন নারী সংহতির সদস্য ফারিহা তাসনীম।
আলোচনায় পর্যায়ক্রমে কথা বলেন গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী, স্কুল শিক্ষক তানিয়া জান্নাত, স্কুল শিক্ষক জাহেদা পারভীন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব কলি কায়েম, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা মির্জা আবুল বশর সহ প্রমুখ।
স্বাধীনতার ৫০ বছরে এসেও নারীদেরকে তার অধিকার আদায়ের জন্য, মজুরি বৈষম্যের জন্য, সমতা ও নাগরিক হিসেবে অধিকার আদায়ের সংগ্রামে প্রতিনিয়ত লড়তে হচ্ছে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।
একই সাথে সমাজে নারীর সকল ধরনের বৈষম্য, সহিংসতা, লিঙ্গীয় নিপীড়ন দূর করার ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো হাতে লেখা পোস্টার প্রদর্শনী।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১২মার্চ/জইসলাম