চরভদ্রাসনে দুই দিনব্যাপী একত্রিত ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী রক্ত টেস্ট এবং করোনা ভ্যাকসিন এর উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুরে চরভদ্রাসনে দুই দিনব্যাপী একত্রিত ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী রক্ত টেস্ট এবং করোনা ভ্যাকসিন এর উদ্বোধন করা হয়েছে,১৩ ই জানুয়ারি থেকে একত্রিত ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়, তারই ধারাবাহিকতায় একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন একত্রিত ফাউন্ডেশন, আজ ৯ মার্চ সকাল ১১ টায় একত্রিত ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি আসাদুজ্জামান ফ্রী রক্ত টেস্ট এবং ফ্রী করোনা ভ্যাকসিন উদ্বোধন করেন, এ সময় একত্রিত ফাউন্ডেশনের -সভাপতি আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা যায় , তাদের এই একত্রিত ফাউন্ডেশন রাজনীতি মুক্ত এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান, এমনকি অনেকে আছে এখনো করোনা ভ্যাকসিন নিতে ভয় পায়,সে জন্য আমাদের কার্যক্রম আয়োজন করা আমি বলব করোনা ভ্যাকসিন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আমি নিয়েছি আপনিও নিতে পারেন করোনা থেকে বাঁচতে হলে ভ্যাকসিন অবশ্যই নিতে হবে , ভ্যাকসিন নেওয়ার জন্য, যা যা লাগবে,
সাথে আনবেনঃ আইডি কার্ড ও একটি সচল মোবাইল ছিম
ভ্যক্সিন নেয়ার জন্য অবশ্যই বয়স ৪০ বছর হতে হবে
সাহায্যেঃ- উপজেলা সাস্থ কমপ্লেক্স চরভদ্রাসন ফরিদপুর
আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য সচেতনামূলক বৃদ্ধি করা,
এবং করোনা ভাইরাসের থেকে সাধারন মানুষকে রক্ষা করা এবং জনসাধারণের সচেতনতামূলক কার্যক্রম করার এ লক্ষ্যে,
আমরা আরও আশাবাদী সামনের দিকে একত্রিত ফাউন্ডেশন কে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার বিভিন্ন ধরনের সম্মানীয় ব্যক্তি বর্গ গন দল মল নির্বিশেষে সবাইকে আমাদের সাথে অক্ষ জোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি, এবং মহিলা সদস্য ঐশী বলেন এটি আমাদের ব্যক্তিগত সংগঠন কোন রাজনীতির সাথে জড়িত সংগঠন না।
আয়োজনে একত্রিত ফাউন্ডেশনের সভাপতি জনাব আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়া মোল্যা সহ একত্রিত ফাউন্ডেশন এর সকল ছাত্র এবং ছাত্রী বৃন্দরা ।
বিডিনিউজ ইউরোপটুয়েন্টিফোরডটকম/৯মার্চ/জ ইসলাম