মুক্তবুলি পত্রিকার সেরা লেখক পুরুষ্কার বিজয়ী হলেন সাংবাদিক সাব্বির আলম বাবু
মুক্তবুলি দ্বিমাসিক পত্রিকার ফেব্রুয়ারি ২০২১ইং মাসের সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরো সমাচার পত্রিকার প্রতিনিধি সাব্বির আলম বাবু ।
কবি,লেখক,সাংবাদিক সাব্বির আলম বাবু ১৯৮২ সালের পহেলা জানুয়ারী পিতার চাকুরীর সুত্রে চট্টগ্রামের পতেঙ্গাতে বিমান বাহিনী সেনানিবাসে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারের পার্শ্ববর্তী চরলক্ষী গ্রামে।
লেখক তার শিক্ষা জীবনে ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, চরফ্যাশন সরকারী কলেজ থেকে এইচএসসি ও বিএসএস ডিগ্রী অর্জন করেন। ছোটবেলা থেকে বই পড়তে ও লিখতে ভালোবাসেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, দ্বীমাসিক, ত্রৈমাসিক বিভিন্ন সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগে গল্প-কবিতা লিখছেন। ২০০৪ সালে ভোলাতে অনুষ্ঠিত সংবাদ ভিত্তিক বেসরকারী সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর প্রশিক্ষন নিয়ে সুস্থ সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার অবহেলিত জনপদের ইতিহাস-এতিহ্য-সংস্কৃতি-সমস্যা-সম্ভাবনা নিয়ে কলমের মাধ্যমে সকলের সামনে তুলে ধরার চেস্টা করে যাচ্ছেন।
তিনি লালমোহন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে লালমোহন প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। জাতীয় দৈনিক ডেসটিনি, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক গনকন্ঠে কিছুদিন কাজ করে বর্তমানে দৈনিক জবাবদিহি পত্রিকায় ভোলা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল লালমোহন নিউজ২৪, দ্বীপকন্ঠ নিউজ২৪, ভোলাবানী২৪, বাংলার চোখ প্রতিদিন২৪, বরিশাল খবর২৪, অষ্ট্রিয়ার আন্তর্জাতিক অনলাইন নিউজ ইউরো সমাচার,অষ্ট্রিয়া এবং বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত ইউরো বাংলা টাইমস, গ্রীসের বিডিনিউজ ইইউ২৪ পত্রিকায় বিশেষ প্রতিনিধি, হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
তিনি ইউরো সমাচার কে বলেন, এভাবেই সাংবাদিকতা জীবনের ১৬/১৭ বছর অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনো তৃষ্ণা নিবারন হয়নি। এগিয়ে যেতে চান আরো বহুদূর। সেই জন্য সকলের দোয়া, ভালোবাসা আর সহযোগীতা কামনা করেন।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৯ মার্চ/জ ইসলাম