ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন ঝালকাঠিতে কার্যক্রম শুরু
ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন ঝালকাঠি সুগন্ধা নদী সংলগ্ন জেলা কালেক্টরেট স্কুল তীরবর্তী এলাকায় অবস্থান করছেন। শনিবার থেকে চিকিৎসা সেবা প্রদান শুরু করা হয়েছে এবং আগামী ৩ মাস এখানে অবস্থান করবেন। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি ভাচুর্য়ালী প্রধান অতিথি হিসেবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। হাসপাতালে প্রশাসক মো. আলাউদ্দিন বক্তব্য রাখেন। হাসপাতালে ১০ শয্যার বেড ও ৪জন চিকিৎসক নিয়োমিত সেবা প্রদান করবেন।
এই হাসপাতালে স্বল্পমূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ছানি অপারেশন, রোগীর চাহিদা অনুযায়ী লেন্স সংযোজন ও ফ্যাকো সার্জারীর ব্যবস্থা, নাক-কান-গলা, জন্মগত মুগুর-পা, বাকা-পা, ঠেঁাটকাটা ও তালুকাটা রোগীর চিকিৎসা ও অপারেশন, অর্থপেডিক সমস্যাজনিত শারীরিক ব্যাথা, মাজা ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া বিকালঙ্গ ও পঙ্গু রোগীর সহায়ক সামগ্রী প্রদান করা হবে। এই হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করা হয়। এই ভাসমান হাসপাতালে প্রশাসক মো. আলাউদ্দিন জানান, প্রতিবন্ধিতা রোগ প্রতিরোধে শিক্ষক,ইমাম ও সরকারি-বেসরকারি সাস্থ্যকর্মী এবং পল্লি চিকিৎসকদের প্রশিক্ষন প্রদান করা হবে। ৫০টাকার টিকেট কেটে চিকিৎসা নেয়া যাবে তবে, অপারেশন পূর্ব বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার জন্য টেস্টের আলাদা খরচ রোগীকে বহন করতে হবে। অপারেশন করা রোগীরা হাসপাতালে থাকবেন এবং তাদের খাবার হাসপাতাল কতর্ৃপক্ষ বহন করবে। যে সকল ছানি রোগীদের অপারেশনের পরে লেন্স বসানো প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে ২২ হাজার টাকার প্যাকেজ রয়েছে। তবে অসহায় ও গরীব রোগীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এই হাসপাতালের চিকিৎসা নিতে আগ্রহী ব্যক্তিরা ০১৭৮৭৬৭২৩২৩,০১৭১৫৩৪৯৯৪০ নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৬মার্চ/জ ইসলাম