সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘হৃদয়ে একুশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও সভাপতি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাংবাদিক, কলাম লেখক ও ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ,শিক্ষামন্ত্রী ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ড. দীপু মণি, এমপি।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন দু:খ জনক হলেও সত্য যে বাংলা ভাষা এখনো সর্বস্তরে চালু হয়নি।ভাষা আন্দোলনের ৬৯ বছর পরেও উচ্চ আদালতে আজও বাংলা ভাষার ব্যবহার হয় না।
আবদুল গাফফার চৌধুরী বলেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এটা ছিলো মূলত একটা কবিতা।আর সেদিন শহীদ রফিকের লাশ দেশে এই কবিতাটি লিখেছিলাম।প্রবর্তিততে এটাকে সুর দিয়ে গান করা হয়।
ড. দীপু মণি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস,মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার বিজ বপন করা হয়েছিলো।
ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ গ্রন্থে উল্লেখ করেন, ‘সম্মেলনের কমিটিতে গৃহীত প্রস্তাবগুলো পাঠ করেছিলেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান।’
আলোচনা সভায় ইউরোপের বিভিন্ন দেশের আ’লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির দ্বিতীয় অংশ পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং কারিগরি সহযোগিতা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম।
বিডিনিউজ ইউরোপ /২৭ ফেব্রুয়ারী / জ ইসলাম