• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সমঝোতা’ চায় এএফসি, ‘ঘর ছাড়তে’ নারাজ বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

সমঝোতা’ চায় এএফসি, ‘ঘর ছাড়তে’ নারাজ বাংলাদেশ

‘সমঝোতা’ চায় এএফসি, ‘ঘর ছাড়তে’ নারাজ বাংলাদেসমঝোতা করে ম্যাচ ঠিক করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছে এএফসি। ফেডারেশন সাফ সাফ জানিয়ে দিয়েছে, ঘরের মাঠে খেলতে আফগানিস্তানকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে মধ্যস্থতা করতে হিমশিম খেতে হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি)। বৈঠক করার পরও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউ।

বাংলাদেশে আসতে চায় না আফগানিস্তান। আর ঘরের মাঠের সুবিধা হারাতে চায় না বাংলাদেশ।

তাই সমঝোতা করে ম্যাচ ঠিক করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছে এএফসি। ফেডারেশন সাফ সাফ জানিয়ে দিয়েছে, ঘরের মাঠে খেলতে আফগানিস্তানকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ।

এ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি বাফুফেকে চিঠি দিয়েছে এএফসি। কী উল্লেখ ছিল সেই চিঠিতে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২২ ফেব্রুয়ারি বাংলাদেশের অবস্থান নিয়ে চিঠি পাঠাতে বলা হয়েছে। আমরা ঘরের মাঠে ম্যাচটা খেলতে চাই বলে জানিয়েছি। আফগানিস্তান বাংলাদেশে ম্যাচটা খেলতে চায় না, জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়।

‘আফগানিস্তানের চিঠি ফরোয়ার্ড করা হয়েছে আমাদের। এএফসি জানিয়েছে, কোভিড-১৯ বিবেচনায় রেখে, বিভিন্ন দেশের স্বাস্থ্যনীতি, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানান বিষয় রয়েছে। এএফসি বাফুফেকে অনুরোধ জানিয়েছে প্রয়োজনীয় আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য।’

ঘরের মাঠে সুবিধা হাতছাড়া করতে নারাজ ফেডারেশন। এমনটিই প্রতিউত্তরে জানানো হবে বলে জানান সোহাগ, ‘বাফুফের পক্ষ থেকে ফারদার ফিডব্যাক তারা চেয়েছে। সো আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব। বাংলাদেশেই খেলতে চাইব।’

এএফসি যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে বাফুফে। সোহাগ যোগ করেন, ‘দুয়েকদিনের মধ্যে এএফসি তার সিদ্ধান্ত জানাবে। এএফসি যা জানাবে আমরা তাই করব।’

বিডিনিউজ ইউরোপ /২৫ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ