• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

এয়ারপোর্ট থানার এ এসআই হানিফের নামে নানা অভিযোগ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

এয়ারপোর্ট থানার এ এসআই
হানিফের নামে নানা অভিযোগ

এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার এ এসআই হানিফ।এবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রায় ৪ বছর ধরে ঘুষ বানিজ্য,বখরা বানিজ্য,তদন্ত বানিজ্যসহ টাকার বিনিময়ে এমন কোন বানিজ্য নেই যা করছেন না তিনি।

আইনের অপব্যবহার ও দরিদ্র জনগোষ্ঠির সকল প্রকার আইনী হয়রানী ও নিপীড়নের অভিযোগ এয়ারপোর্ট থানার এ এসআই হানিফের নামে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান- এ এসআই হানিফের হয়রানী ও অত্যাচারে তারা সবসময় ভীত-সন্ত্রস্ত।

বারবার বদলী আদেশ হলেও অজ্ঞাত কারণে তা রদ ও বাতিল করে দেন তিনি। সম্প্রতি তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় বদলীর আদেশ দেওয়া হলেও তিনি বদলী হচ্ছেন না। বদলী আদেশ আটকিয়ে রেখে বহাল তবিয়তে আছেন তিনি।

বদলী আদেশের সত্যতা এয়ারর্পোট থানার ওসি খান মাইনুল জাকির স্বীকার করেন কিন্তু এস আই হানিফ তা অস্বীকার করে বলেন বদলীর কোন আদেশ আদৌ তার কাছে পৌঁছায়নি।

নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেদক এএস আই হানিফের সাথে সরাসরি ফোনে কথা বললে,তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
আমি থানার অফিসে দাপ্তরিক কাজগুলো করে থাকি,বাইরে কাজ করার সুযোগ নেই আমার।

এসময় এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ ( ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন,তিনি থানায় যোগদানের পর এরকম কোন অভিযোগ পাননি।কর্মরত পুলিশদের সর্বোচ্চ সতর্ক করে দিয়েছেন,বর্তমানে থানার কার্যক্রম ফেয়ার ভাবে চলছে।
বিডিনিউজ ইউরোপ /২৩ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ