• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

টেকনাফের বাহারছরার কচ্চপিয়ায় নিখোঁজের ৩ দিন পর অর্ধগলীত শিশুর লাশ উদ্ধার

জুবাইরুল ইসলাম টেকনাফ ককসবাজার
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অর্ধগলীত শিশুর লাশ উদ্ধার ।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার কচ্চফিয়া এলাকা থেকে ৪র্থ শ্রেণীর ছাত্র মো:আবদুল আজিজ (১১) এর নিখোঁজের ৩ দিনের মাথায় লাশ পাওয়া গেছে।আজ( ৭ নভেম্বর ) শনিবার সন্ধ্যায় কচ্চপিয়া এলাকার মেরিনড্রাইভ সংলগ্ন সৈকতের ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, পথচারীরা দূর্গন্ধ পেয়ে,ওই ঝোপে গিয়ে দেখতে পাই সেখানে বিবস্ত্র এক শিশুর মৃতদেহ পড়ে আছে। পরে পথচারীরা বিভিন্ন লোকের কাছে ফোন দিলে নিখোঁজ হওয়া শিশুর সন্ধানে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে এটি নিখোঁজ আবদুল আজিজের লাশ বলে সনাক্ত করে।পরিবারের সূত্রে: জানা যাই সে মুহাম্মদিয়া এবতেদায়ী দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। তার বাবা ফরিদ মিয়ি জানান গত( ৪ নভেম্বর) থেকে সে ৩ দিন নিখোঁজ ছিল। তাকে অনেক খোজা খোজার পর তার পিতা ফরিদ মিয়া বাদী হয়ে একই এলাকার মৃত অলি চানের ছেলে ছৈয়দ হামজা, ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ ও ছৈয়দ আলমের ছেলে রায়হানকে আসামি করে তাদের বিরোদ্ধে একটি থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে তার বাবা ফরিদ মিয়া জানান , গত( ৪ নভেম্বর) দুপুর ১ ঘটিকার সময় অপহৃত ছেলে আবদুল আজিজ(১২) পাশের দোকানে নাস্তার জন্য যাই। সেখানে একই এলাকার ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ অপহৃতকে জরুরী কথা আছে বলে দেখা করতে বলে। ছেলে বাড়ীতে নাস্তা রেখে সরল বিশ্বাসে তার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেও ছেলেকে জীবিত ফেরত পাইনি পরিবার।
অন্যদিকে তার পরিবারের ছেলে হারানো বেদনায় রাহাজানিতে বেহুঁস হয়ে পড়ে আছেন স্বজনরা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ হাফিজুর রহমান জানান সংবাদের সত্যতা নিশ্চিত করে, ঘাতকদের আটকের অভিযান চলছে।

বিডিনিউজ ইউরোপ/৭ নভেম্বর/ বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ