• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

চৌহাট্রায় শ্রমিকদের হামলায় সিসিকের আহত ১০জন

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

চৌহাট্রায় শ্রমিকদের হামলায় সিসিকের আহত ১০জন

সাইফুল ইসলাম,সিলেট ব্যুরো :: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিকের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তন্মধ্যে সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন লাইসেন্স শাখার ফখরুল ইসলাম, ইন্জিনিয়ার তানভীর আহমদ তামিম,এসিস্ট্যান্ট সুপারভাইজার ফয়েজ আহমেদ,
সুপারভাইজার কাওছার আহমেদ,পরিচ্ছন্ন শাখার সুপারভাইজর মিনহাজ আহমদ, ফয়েজ আহমদ, বিদ্যুৎ শাখার হেলপার নাজিম, পরিচ্ছন্ন শাখার লায়েস, শ্রমিক আতাবুর, ইভান প্রমুখ।

সিসিকের লাইসেন্স শাখার ফখরুল ইসলাম নগর নিউজ২৪ডটকমকে জানান, আহতদের মধ্যে কয়েকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে কাউন্সিলর কয়েস লোদী ও তিনি নিজে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন।এছাড়াও আরো কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারী আহত রয়েছেন।

উল্লেখ্য, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সাম্প্রতিক সময়ে সিসিকের সৌন্দর্যবর্ধন উন্নয়ন কাজ চলছে। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর পরই সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টা এলাকাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ গাড়ির স্ট্যান্ড সরিয়ে নেয়ার নির্দেশ দেন। কিন্তু ফুটপাত ছাড়তে রাজি হননি শ্রমিকরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিসিক ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করতে গেলে পরিবহন শ্রমিকরা এতে বাধা দিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করতে পারেননি। এরপর উত্তেজিত শ্রমিকরা সিসিকের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েও শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে সিসিকের কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালালে পরিবহন শ্রমিকদের মধ্যে থেকে কাউন্সিলর ও কর্মচারীদের উপর হামলার চেষ্টা করা হলে এ সংঘের্ষর ঘটনা ঘটে। এতে সিসিকের ১০ জন সহ অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।শ্রমিকদের আহতদের সন্ধ্যা এখনো জানা যায়নি।

বিডিনিউজ ইউরোপ /১৮ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ