হাতীবান্ধার গোতামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় বিপুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,
জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, শ্রমিকলীগ নেতা আমিনুল হক ডন, ছাত্রলীগ, যুবলীগসহ গোতামারী ইউনিয়ন আ.লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /১৭ ফেব্রুয়ারী / জ ইসলাম