স্নিগ্ধ শীতের শোভা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
গাছে গাছে মুকুল, মৌমাছির কত গুণগুণ,
স্নিগ্ধতারি শীতের শোভা,সোনালী ইয়াঙ্গুন।
পৌষ মাসেরি বাতাসেতে ভাসছে সুগন্ধ,
ভ্রমরেরি সুরব্যজ্ঞনা লিখছি ছন্দ ছন্দ।
শাখায় শাখায় মহামিলন চলছে তবে দেখ,
বাতাসরি ঝড় খেলা, তুমি এখন রাখ।
রঙ তুলিরি কচি ডানা, তবে এইবার ভাসাও,
আঁধারেরি মেঘের ছানা এইবার তুমি হাসাও।
হাসছে না তো ছানা দেখ,কেমনে করে তাকায়,
পৌষ মাসেরি আমের মুকুল, আমি তোমায় দেখায়।
উঠান জুড়ে পক্ষপাখালি করছে দেখ খেলা,
পিঠা ছাড়া জমে কি আর,সকাল বেলার মেলা,
পিড়ি টেনে বসছে সবাই , তুমি আনছো চেয়ার,
ভাবছে তবে, দেখছো তবে করছে তোমায় কেয়ার।
পৌষ মাসেরি আমের মুকুল, ঝড়ছে বাতাসে,
গাছের ডালের পাখিগুলো উড়ছে আকাশে।
সকাল যেনো ডেকে আছে পৌষের চাদরে,
আমিও তেমন ভাসছি দেখো, তোমার আদরে।
বিডিনিউজ ইউরোপ /১৪ ফেব্রুয়ারী / জই