• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

গত কাল সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. সেলিম তরফদার, জেলা ইউনিটের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, যুগ্ম-সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আরমান কবীর সৈকত, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।

শেষে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন সুস্বাস্থ ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডিনিউজ ইউরোপ /১৩ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ