ভালোবাসার কাছে গিয়েও ফিরে আসা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
ভালোবাসবো ভালোবাসবো বলে আর ভালোবাসা হলোনা,
সকাল চলে গেল,রাত্রিও চলে গেল
অথচ তোমাকে আর ভালোবাসা হলোনা,
কুয়াশার চাদরে কিংবা রৌদ্রের
উঠান ধরে-ধরে দু-জন হাঁটবো
কাঁচা রাস্তার পুল কিংবা বিলের টিলা
জলে ভেসে চলা হাঁস
কিংবা তোমার হঠাৎ দীর্ঘশ্বাস
আর কোনটাই দেখা হলোনা।
চোখের আশায় বেড়েছিল
কেবলি তোমার ভালোবাসা
এবং সন্ধ্যা বেলায় দেখেছি তোমার হেঁটে চলা
আর তৃণলতার ছায়ায় কেবলি হেঁটে চলা,
কেবলি হেঁটে চলা।
তোমাকে জড়িয়ে আছে অজস্র স্মৃতি
কিংবা উড়ন্ত কোন স্বপ্নের ঝাঁক-ঝাঁক আশা
অথচ দৃষ্টি নিয়ে কত পিছনেই না পড়ে আছি
আমি এখন কেবলি আমার পাতা উল্টাতে থাকি,
চিন্তা করি ,ভীষণ চিন্তা করি তোমার ভালোবাসা ঘাড়ে
দীর্ঘশ্বাস নিতে পারলাম না,
ভালোবাসবো ভালোবাসবো বলে আর ভালোবাসা হলোনা।
বিডিনিউজ ইউরোপ /৫ ফেব্রুয়ারী/ জই