আব্দুর রশিদ সরকারের সুযোগ্য সন্তান সিংগাইর পৌরসভায় নৌকার মাঝি হলেন আবু নাঈম মো. বাশার
আবু নাঈম মো. বাসার। এবং মো. খোরশেদ আলম ভুইয়া জয় (বাঁয়ে)
আগামী ২৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিংগাইর পৌরসভার নির্বাচন।
মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মেয়র পদে মোট পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের আবু নাঈম মো. বাসার,
অবং বিএনপির অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ভুইয়া জয়, জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক, মো. আব্বাস আলী ও জাহাবুল (স্বতন্ত্র প্রার্থী)
মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা কবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রয়ারি আর প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রয়ারি। এ পৌর সভায় ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন।
এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন আর পুরুষ ভোটার হচ্ছে ১১ হাজার ১২০ জন।
আগামী ২৮ ফেব্র“য়ারি মানিকগঞ্জের সিংগাইর পৌর সভার নির্বাচন।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক এজিএস,সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, আবু নাঈম মো. বাশার।
আগামী ২৮ ডিসেম্বর আবু নাঈম মো. বাশার আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয়বারের মতো মেয়র পদে লড়বেন।
বিডিনিউজ ইউরোপ /৩ ফেব্রুয়ারী / জই