প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে কাজ করে যাবে কাশবন প্রাঃলিঃ।
ইতালির মনফালকনে কাঁশবন প্রাইভেট লিমিটেড ও কাঁশবন ডেভেলপার কোম্পানির অংশীদারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি হলরুমে করোনার স্বাস্থ্যবিধি মেনে ইতালির মনফালকোনে বসবাসরত উক্ত কোম্পানির অংশীদারগন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হন কোম্পানির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৩য় ধাপে ক্রয়কৃত জমির অংশীদারদের বায়নানামা হস্তান্তর করা হয়। এ সময় “নিজের বাড়ি, নিজে করি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রবাসীদের সাধ ও সাধ্যের সমন্বয় করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাবে বলে জানান কোম্পানিটির অংশীদারগণ। তাঁরা আরো বলেন হাঁটি হাঁটি পা করে চতুর্থ বছরে পদার্পন করেছি আমরা, প্রবাসীরা যে আবাসন প্রকল্পে হয়রানি হয় এটি থেকে উত্তরণের জন্যই আমাদের এই পথ চলা।
পরিশেষে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের থেকে মুক্তি লাভের আশায় প্রবাসীসহ সকল মানুষের জন্য এক বিশেষ দোয়ার মাধ্যমে মোনাজাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ /২ ফেব্রুয়ারি / জই