• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“গ্রীস জনসংখ্যাগত পতনের সম্মুখীন হচ্ছে” – জন্মহার হ্রাস সম্পর্কে একটি সতর্কতা: এলন মাস্ক ট্রাফিক ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন ভোলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ভিয়েনায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত নিউইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশি হত্যার শিকার কক্সবাজারের রত্ন শফিউল অতিরিক্ত সচিব পদে পদায়ন আজ তিউনিসিয়া উপকূলে ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ সামাল দিতে হিমশিম হচ্ছে সাহারা মরুভূমির ধূলিকানায় এথেন্সের আকাশ কমলা রঙে সেজে ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের ৬২ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা ইথিওপিয়ার দৌড়বিদ চালা রেগাসা ৪১তম ভিয়েনা সিটি ম্যারাথন ২০২৪ বিজয়ী
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি সভা করেছেন ইতালি বিএনপি

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ইতালীতে মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা করেছে পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি
মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যারা প্রাণ দিয়েছেন সে সকল মহান ভাষা সৈনিকদের স্মরণ করতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের কর্মসূচী গ্রহান করা হচ্ছে। দেশের ধারাবাহিকতায় ইতালীর পালমা কাম্পানীয়া, সানজেন্নারো, সানজোসেফ শাখা বিএনপি, ইতালী মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন ধরনের কর্মসুচী বাস্তাবায়ন করতে আলোচনা সভার আয়োজন করে।

২৮শে জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুব আলম মামুন এর পরিচালনায় সংগঠনের অন্যান্যদের মধ্যে বক্তব্যে মোস্তফা কামাল বারেক বলেন, বায়ান্ন‘র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেশে যুদ্ধ সংগঠিত হয়, দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও প্রকৃত স্বাধীনতা এখানো দেশে প্রতিষ্ঠিত হয়নি। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে রণক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিসমাপ্তি ঘটলেও অভ্যন্তরীন রক্ষক্ষয়ী সংঘর্ষ রয়েই গেছে যা কোন স্বাধীন দেশের নাগরিক হিসাবে কাম্য নয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জর হোসেন, ফারুক লাগারী, মুজিবুর রহমান মুজিব, মাজহারুল হক জয়, রাসেদুজ্জামান, মনির, সুরুজ জামান, আল আমিন সহ আরো অনেকে।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব বলেন, যারা মায়ের ভাষাকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের কথা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের হৃদয়ে গেঁথে দিতে হবে, সে জন্য বছরে একটি দিনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ছাড়া তাদের আত্মত্যাগের বিষয়বস্ত নিয়ে সবসময় অনুষ্ঠান মালার আয়োজন করতে হবে। আমরা বাঙ্গালী জাতি, প্রবাসের মাটিতে যদি আমরা আমাদের সন্তানদের দেশে গৌরব মাখা ইতিহাসের কথা তাদের হৃদয়ে গেঁথে দিতে না পারি তা হলে সে ব্যর্থতার দায়ভার প্রবাসী অভিভাবকদের নিতে হবে। তাই তিনি, আগামী প্রজন্মের মাঝে বাংলার সঠিক ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি গেথে দিতে সকল অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে শহীদ জিয়াউর রহমান, কোকো‘র আত্মার মাগফেরা কামনা করে দোয়া করা হয়। এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার সু-স্বাস্থ্যর জন্যও দোয়া করেন নেতাকর্মীরা।
বিডিনিউজ ইউরোপ /১ ফেব্রুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ