সিলেটে প্রথম করোনা ভ্যাক্সিন নিতে আগ্রহী এসএমপি’র নায়েক সফি আহমেদ
সিলেটে করোনা ভ্যাক্সিন প্রথম নিতে চান এসএমপি (মিডিয়া)-এর নায়েক সফি আহমেদ।
এই প্রথম কোন মানুষ সিলেটে স্বদিচ্ছায় করোনা ভ্যাক্সিন নিজ দেহে প্রয়োগ করে নিতে আগ্রহ প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
আজ (৩১জানুয়ারী) বিকেল প্রায় ৬টার সময় তিনি নিজ ফেইসবুক টাইমলাইনে পোস্ট করে ব্যতিক্রম এই আগ্রহের কথা প্রকাশ করেন।
ফেইসবুকে এমন আগ্রহের কথা জানতে পেরে বিডি নিউজ ইউরোপ -এর সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম তার সাথে সরাসরি কথা বলেন,এসময় নায়েক সফি আহমেদ জানান,তিনি স্বদিচ্ছায় এমন আগ্রহ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন।এসময় তিনি আরো বলেন,আমাকে যেন এমন মহৎকর্মের সুযোগ দেয়া হয়।কর্তৃপক্ষের কাছে এই প্রত্যাশা।
জানা গেছে,নায়েক সফি বয়সে একজন টগবগে তরুণ।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়ায় যোগ দানের পর থেকে তার মানবিক কাজ সুধীজনের দৃষ্টি কেড়েছে,
মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ এই পুলিশ কনেস্টেবল পেয়েছেন নানা স্বীকৃতি।এসেছেন নানা সময়ে আলোচনায়।এবারও তার ব্যতিক্রম নয়।
উল্লেখ্য যে,করোনার প্রথম ভ্যাক্সিন আজ সিলেটে এসে পৌঁছেছে,ভ্যাক্সিন প্রথম শুরু হবে সিলেটে ৭ ফেব্রুয়ারী।
বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই