গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এবং তার ইস্রায়েলি প্রতিপক্ষ বেনজমিন নেতানিয়াহু শুক্রবার বিকেলে টেলিফোনে কোভিড -১৯-এর লড়াইয়ে তাদের দেশগুলি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা করেন।
এথেন্সের ইস্রায়েলি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু’জন কর্মকর্তা “মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে সর্বোত্তম অভিজ্ঞতা ও শিক্ষা আদান প্রদান করেছেন।”
তারা দু’দেশের সম্পর্কের বিষয়েও আলোচনা করেছে এবং তাদের নিবিড় পরামর্শ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
বিডিনিউজ ইউরোপ / ৩১ জানুয়ারি / জই
সূত্রঃ ekathimerini