ভালোবাসারও সীমারেখা আছে
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
সকালের কিছুটা রৌদ্র তোমাকে দিতে পারি,
সূর্যের ঝলমলে কিরণে-তুমি চাইলে স্নান করতে পার।
তোমার অঙ্গের শাড়ি কিংবা অবশিষ্ট কিছু নির্দ্বিধায় এখানে রাখতে পার,
কখনো কেউ ছুঁবেনা,
তোমার সহজতম এই স্নান অঙ্গে-অঙ্গে লাগাতে পার।
তোমার ফর্সা বর্ণের এই দেহ,কালো কেশ খুব যত্নে রাখ।
যে কেউ ভালোবাসতে পারে,উড়ন্ত পাখি হয়না,
এই চিত্রে তুমি হাসতে পার, প্রাণ খুলে হাসতে পার কিন্তু যত সামান্য হাঁটো।
এই আঙ্গিনায় তুমি গভীর থেকে গভীরে যেতে পার,
তোমার না দেখা লেবু গাছ কিংবা ঐ অব্দি যেতে পার,
তবুও সবাইকে ভালোবাসতে যেওনা।
বিডিনিউজ ইউরোপ /৩০ জানুয়ারি / জই