আউনি-বাউনি পৌষ
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
সকালের রৌদ্রে পাখপাখালিরা পালক ফুলিয়ে টেনে নিচ্ছে উষ্ণতা,
কেমন এক শিরশিরানি পাতায় পাতায় যুগ্মতা।
দেখো,ঐ দেখো আকাশের গায়ে ঘুমন্ত পাহাড়,
শীতের সকালে যেন এক বুড়োহাড়।
অগোচরে কেন সূর্যের আলো থেকে যায়,
কিছুতেই ধরা দেয়না সেটা কি মানায়?
দেখো,ছবি আঁকে বেখেয়ালি মন,
নিরন্তর ছুটে চলা যেমন।
হাঁটতে হাঁটতে দেখো, নতুন চালের গন্ধ আসে,
খেজুর গুড় পাটালি গন্ধ নাকে ভাসে।
দেখো,শিলে টিলে বাটা সকালে তরকারি কোটা,
পেট ঠনঠন হলেও চলে মুখছোটা।
দেখো,চলে পৌষ সংক্রান্তি শস্যোৎসব,
পাকা ধান ঘরে উঠছে হবে মহা আন্দোৎসব।
হেমন্তের ঐ আমন ধানে,পাখপাখালি উড়ে,
পাকা ধানের শিষ কেবলি ঝড়ে।
সকালে আলোর রশ্মি পড়ে বাড়ির আঙ্গিনায়,
শীত সকালে এ যেনো আশার আলো তায়।
নিরন্তর উড়ে যাওয়া এ যেন পাখি,
ফাঁকফোকর দিয়ে ডাকছে ময়না নাকি?
শরীর টেনে নিচ্ছে সূর্যের উষ্ণতা,
আউনি-বাউনি পৌষ পায় তার পূর্ণতা।
বিডিনিউজ ইউরোপ /২২ জানুয়ারি / জই