শেখ হাসিনা – রাবেয়া আক্তার নিগার
জাতির পিতার আদর্শ কন্যা তুমি।
দেশের রত্ন শেখ হাসিনা ছিট মহল চুক্তি ও তিন বিঘা করিডোর ২৪ ঘন্টা হতো না খোলা তুমি বিনা।
তুমি মোদের আশার প্রদীপ তুমি মোদের আলোর দিশারী
বঙ্গবন্ধু স্যাটেলাইট ও স্বপ্নের পদ্মা সেতু তৈরিতে
তোমার রয়েছে অবদান।
বঙ্গ কন্যা তুমি পৃথিবীর বুকে অজর্ন করেছো, তাই অনেক সম্মান।
দিন বদলের পালা এসেছে পাল্টে গেছে সময় ।
তোমার জন্য দেশের মানুষ শান্তিতে ঘুমায়
জীবন গড়ার নতুন একটি দেশ
শেখ হাসিনার প্রিয় ডিজিটাল বাংলাদেশ।
বিডিনিউজ ইউরোপ /২০ জানুয়ারি / জই