আমার একাকীত্ব
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
নিজেকে একা একা রাখতে রাখতে একাকীত্ব দেয়ালে ডেকে গেছি,
আমি চাইলেও এই দেয়াল টপকানো সাধ্য নেই বরং কেঁদেছি।
অবশেষে আমি আমাকে পারিনি ছুঁতে,
একা একা নিজেকে রেখেছি রেখেছি ভীষণ যন্ত্রণাতে।
আমি বেলায় বেলায় খুড়ে খুড়ে নিঃসঙ্গতা খুঁজেছি,
অবশেষে আমাকে আমি পর্যন্ত ছু্ঁতে কি পেরেছি?
শেষ রাত্রি যেভাবে খুঁজে সুপ্রভাতকে,
সকালে আমাকে আমি খুললেই পাই আঘাতকে।
রৌদ্রে রৌদ্রে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়ি,
আমি তখন আমাকে ভীষণ ভাবে গড়ি।
এখন ও আমি আমার একাকীত্ব ভাঙ্গতে পারিনি,
জীবনের বহু পথ,বহু স্মৃতি এখনো ভুলতে পারিনি।
ভাবি,ভীষণ রকম চিন্তা করি,কখন আমি শিথিল হয়ে ঝরে পড়ে যাবো,
এখন কি তোমাকে আবার আমি পাবো?
উদাসীন পাখি উড়ছে,
নীল পটভূমি তছনছ করে খুঁজছে।
তারপর ও আমি ভাবছি,ভীষণ ভাবছি,
একাকীত্বের দেয়াল টপকাতে যে পারিনি,
অবশেষেও আমি যে পারিনি।
বিডিনিউজ ইউরোপ /২০ জানুয়ারি / জই