স্পেন বার্সেলোনায় আল্লামা ফুলতলী (র:) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত ।
আজ ১৮ ই জানুয়ারি ২০২১ ইংরেজি রোজ সোমবার বাদ মাগরিব বার্সেলোনা লতিফিয়া ফুলতলী জামে মসজিদে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র: )এর ১৩তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় । মসজিদ এর ইমাম হাফিজ আমির হোসেন এর সভাপতিতে মাদ্রাসার ছাত্র মহি উদ্দিন অভি ও সামী আহমদ এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল ও লতিফিয়া ফুলতলী জামে মসজিদ এর খতিব মুফতি মাও আব্দুল জলিল সাহেব ।
মুফতি মাও আব্দুল জলিল সাহেব ফুলতলী র:এর জীবনী ও ইসলাম প্রচারে ছাহেব কিবলা এর অবদান তুলে ধরেন ।
মাদ্রাসার ছাত্র মহি উদ্দিন অভি এর মিলাদ শুরু করার মাধ্যমে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল জলিল সাহেব , আল্লামা ফুলতলী ছাহেব কিবলা এবং মুসলিম উম্মার জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন ।
উপস্থিত ছিলেন জনাব মোঃ সদরুল ইসলাম , জনাব আবুল কালাম, জনাব সেলিম আহমদ, জনাব আব্দুশ শহীদ , জনাব আকরাম আলী, জনাব মাও নিজাম উদ্দীন , জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবির হুসেন , জনাব লিমন আহমদ , জনাব গিয়াস উদ্দিন, জনাব আফজাল হোসেন, জনাব ইছরাক আলী , জনাব সেলিম আহমদ,জনাব হিমেল আহমদ, জনাব আব্দুস সামাদ, জনাব সাবুল মিয়া,জনাব শফিক মিয়া ,জনাব কাদির মিয়া মাদ্রাসার ছাত্র মহি উদ্দিন অভি, সামী আহমদ, মুরাদ আহমদ, শাহান আহমদ , তানভীর আহমেদ, শুয়েব আহমদ প্রমুখ ।
বিডিনিউজ ইউরোপ /১৯ ই জানুয়ারি/ জই