• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

আজ যে দেশটি সম্বন্ধে লিখছি পাঠকরা জেনে আবাক হবেনঃ পলাশ আহমেদ

পলাশ আহমেদ( ইউক্রেন) কিয়েভ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

আজ যে দেশটি সম্বন্ধে লিখছি পাঠকরা জেনে আবাক হবেন

রাশিয়াকে বাদ দিলে এইদেশটিই ইউরোপের সর্ব বৃহৎ দেশ।হ্যা আমি ইউক্রেন এর কথা বলছি, ইউক্রেনের দক্ষিনে কৃষ্ণ সাগর আর স্থল সীমান্ত যুক্ত রয়েছে রাশিয়া,বেলারুশ, পোল্যান্ড,হাঙ্গেরি,মলদোভা,রোমানিয়া,ও স্লোভাকিয়ার সাথে সীমানা বেষ্টিত।১৯৯১ সালের ২৪ অগাষ্ট তৎকালিন সুভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়া ইউক্রেন আয়তনে ৬০৩৬২৮ বর্গ কিলোমিটার যা ইউরোপের দ্বিতীয় বৃহতর দেশ ফ্রান্স এর চেয়ে ৫১৯৩৩ বর্গ কিলো মিটার বড়।

ইউক্রেনের মোট জন সংখ্যা সরকারি হিসাবে ৪ কোটি ২০ লক্ষ,মোট জন সংখ্যার ৭০% লোক শহরে এবং ৩০% লোক গ্রামে বসবাস করে।জনসংখ্যার বিচারে ইউক্রেন বিশ্বের ৫৩ তম জনবহুল দেশ।ইউক্রেন ৭০.৮% ইউক্রেনিয়ান,১৭.৩% রাশিয়ান,০.৬% বেলারুশ,০.৫%পোলিশ,০.৫%মালদোভান,০.৫% তাতার,০.৩% হাঙ্গেরিয়ান,০.৩% রোমানিয়ান এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোস্টির লোকের বসবাস রয়েছে ইউক্রেনে।ধর্মীয় দিকদিয়ে খ্রিষ্টান ধর্ম প্রধান দেশ ইউক্রেন যারমধ্যে অর্থোডক্স,ক্যাথলিক,প্রটেস্টান্ট আন্যতম এছাড়া ১.১ % মুসলিম ও ০.১% ইহুদী ধর্মাবলম্বী দের বসবাস।এক সমীক্ষায় উঠে এসেছে গাড় আয়ুর দিক দিয়ে পুরুষদের তুলুনায় নারীরা ইউক্রেনে বেশিদিন বাচে।নারীদের গড় আয়ু ৭৬ বছর,পুরুষদের গড় আয়ু ৬৬ বছর।বিশ্বের গড় সুন্দর মানুষের তালিকায়ও ইউক্রেন এর অবস্হান প্রথম ।ইউরোপের ভৌগলিক রাজনীতিতে ইউক্রেন একটি অতন্ত্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র,কারন ইউরোপের তেল,গ্যাস রপ্তানীর সবচেয়ে বেশি পাইপ লাইন ইউক্রেনের সিমানায় উপর বহমান। সূর্যমুখী তেল উৎপাদনে ইউক্রেন বিশ্বের প্রথম স্থানে রয়েছে,এদেশের প্রধান কৃষি উৎপাদিত পন্য গম ওআলু।খনিজ সম্পদ সমূহের মধ্যে লোহা,গ্যাস,তেল,নিকেল,কয়লার মজুদ রয়েছে।পৃথিবীর সর্ব বৃহৎ এরোপ্লেন Antonov AN 225 Mariya ইউক্রেন এর তৈরি যার দৈর্ঘ ৮৮.৪ মিটার ওজন ৬৪০০০ কেজি।২০১৭ইং সালের এক রিপোর্ট অনুযায়ী ১কোটি ৪২ লক্ষ পর্যটক প্রতিবছর ইউক্রেন ভ্রমন করে। ইউক্রেনের মোট GDB 408.40 billion USD সেই বিচারে ইউক্রেন বিশ্বের ৪৭তম অর্থনীতির দেশ।যোগাযোগ ব্যবস্থায় ইউক্রেন বিশ্বে অনন্য নজির স্থাপন করতে সফল হয়েছে, ইউক্রেনের সকল প্রতিবেশী দেশের সাথেই তাদের রেল যোগাযোগ রয়েছে। ইউক্রেনে মোট পাকা সড়ক ররেছে ১ লক্ষ ৬৫হাজার ৭৩২ কিলোমিটার।এছাড়াও ১৭০০০ কি:মি: মটোর ওয়েভ সড়ক রয়েছে। পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশন ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত,যা ভূগর্ভের ১০৫,৫ মিটার নিচে নির্মিত,সেই স্টেশনের নাম আর্সেনালনা”।ইউক্রেনের রাজধানী কিয়েভ কে Hero City বলাহয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে Battle of kiev যুদ্ধে ন্যাসি বাহীনির বিরুদ্ধে কিয়েভের যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়।তারই পেক্ষিতে ১৯৬৫ সালে kiev শহরকে City of hero উপাধীতে ভূষিত করা হয়।

ইউক্রেনের প্রধান নদী ডিনিপরো যার লম্বা প্রায় ২২০০০ কিলোমিটার,যা বেলারুশ থেকে শুরু হয়ে ইউক্রেনে উপরদিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে গিয়ে মিলিত হয়েছে।১৯৮৬ সালের ২৬শে এপ্রিল ইউক্রেনে ভয়াবহ এক দুর্ঘটনার স্বীকার হয়,সেদিন রাজধানী কিয়েভের নিকটবর্তী চেরনোবিল শহরে পারমানবিক গবেষনা কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়।এখনো পর্যন্ত ঐ শহরটি বসবাসের জন্য অনুপোযোগি হিসেবে সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন,যদিও এখন সীমিত পরিসরে পর্যটকদের জন্য পূর্ব অনুমতি সাপেক্ষ ঘুরে দেখার অনুমতি প্রদানের বিধি চালু করেছে সরকার।Arboretum sofiyika দেশটির সবচেয়ে বড় পার্ক যেটি ওমান শহরে অবস্থিত।ইউক্রেনে মোট ৫০টি মিউজিয়াম রয়েছে। এছাড়াও ইউক্রেনে উল্লেখযোগ্য অনেক দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে অন্যতম 1.Saint sophia’s Cathedral 2.River in kiev(Dinipro)3.Chernobyl 4.Sun flower Field.5.Arboretum Sofiyivka.6.Tunnel of love প্রমূখ । শীতপ্রধান এই দেশটিতে বছরের সিংহভাগ সময় তাপমাত্রা শীতল থাকে।বিশেষকরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই সময়ের মধ্যে তাপমাত্রা হিমাংকের নীচে থাকে,কোন কোন সময় সেটা -৩০ ডিগ্রির নীচে চলে যায়।

বিডিনিউজ ইউরোপ / ১৭ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ