জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত। সভাপতি হাবিবুর রহমান হেলাল। সাধারণ সম্পাদক বিটু বড়ুয়া।
নতুন বছর ২০২১ এর শুরুতেই ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে সেদেশের সরকারের অনুমোদনে ১মবারের মত প্রতিষ্ঠিত হলো জার্মান-বাংলা প্রেসক্লাব এ. ফাউ.। জার্মানির গণমাধ্যম নীতিমালার সমস্ত বিধি মেনেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রেসক্লাবের প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিকভাবে ৭সদস্যের সমন্বয়ে গঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউরোপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাইনলান্ডফালজ অঙ্গরাজ্যের এর মাইনজে বসবাসরত বাংলাদেশের চ্যানেল আইয়ের জৈষ্ঠ প্রতিনিধি, যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল টিবিএন২৪ এর জার্মানির ব্যুারো চিফ, ও যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট টিভি আইঅনের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল ও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ সাংবাদিক দেশের সংবাদভিত্তিক টেলিভিশন সময় টেলিভিশনের জার্মানির জৈষ্ঠ প্রতিবেদক ও জার্মানির বার্লিন টিভির ডেস্ক এডিটর ও গণমাধ্যমকর্মী বিটু বড়ুয়া।৭সদস্যের অন্যানদের মধ্যে আছেন জার্মানিতে যমুনা টিভির প্রতিবেদক মো.শামসুজ্জামান উদয়,বাংলাটিভির প্রতিবেদক আশরাফুল হক আকাশ, প্রদায়ক ও সিনিয়র চিত্র সাংবাদিক মো. ইউসুফ, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক মৃণাল মজুমদার ও গণমাধ্যমকর্মী মিনহাজ উদ্দিন।সংগঠনের সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক বিটু বলেন জার্মানির মত দেশে এতদিন সরকারের অনুমোদনে প্রবাসী সাংবাদিকদের জন্য তেমন কোন প্রেসক্লাব ছিলনা। জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারসহ স্থানীয় সাংবাদিকদের সাথে সাথে এই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উন্নয়নসহ স্বার্থরক্ষা সহজ হবে। এছাড়াও মাতৃভূমির মহান স্বাধীনতা সংগ্রামের চেতনায় ও সংবিধানের তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর উপর বিশ্বাস রেখেই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের প্রবাসী সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলতেই এই প্রেসক্লাবের যাত্রা।
জার্মানে প্রতিষ্ঠিত বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ একটি সাংবাদিক পরিবার কে বিডিনিউজ ইউরোপ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যোগ্য নেতৃত্বে জার্মানে বাংলাদেশের মর্যাদা বীরোচিত ভাবে সমুন্নত থাকবে বলে আশাবাদী।
বিডিনিউজ ইউরোপ /১২ জানুয়ারি / জই