জীবনের টানে,জীবনের প্রেম
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
হে কবি কোথায় যাও, কার সঙ্গে?
সে কি তোমার নেশায় পড়েছে তুঙ্গে।
সম্মুখে ফেলেছে পা তামসী বেশে,
হাসি মুখে বলেছে ওহে বসো একপাশে।
চারদিকে শুনো কি শিয়ালের ডাক?
ক্ষুদ্র সাহস নিয়ে কেমনে হলি অতিচালাক।
ওহে পান্থ, কান্না চোখে জল কেন আহামরি,
ফিরে আসো,ফিরে আসো অঙ্গুরি।
তোমার এই জ্ঞান নিয়ে কেন এত ভরসা?
মায়া দিয়ে কেনো মিছে-মিছে মরিচীকা ভালোবাসা।
জীবনের টানে, জীবনের প্রেম আসে,
চাঁদনীময়ী, মধুরা যামিনী ভাসে।
জীবন জলধি পাড়ে তুমি কি ভাবো?
ফুটিয়া গোলাপ,ফুলরাণী কুড়াবো।
ফিরে আসো,ফিরে আসো অঙ্গুরি,
ওহে পান্থ, কান্না চোখে জল কেনো আহামরি।
বিডিনিউজ ইউরোপ /১২ জানুয়ারি / জই