• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়ার শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালি ইউরোপ
আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়ার শুভ উদ্বোধন

ইতালীতে বাঙালি অধ্যুষিত এলাকা via Prenestina 174/f হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্সেরিয়া মিনি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যবসায়ী হালাল বাজার মিনি মার্কেটের কর্ণধার রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদারের যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে মিলাদ মাহফিলের মাধমে।

হালাল বাজারের সত্বধিকারী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদারের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ যুবদল ইতালী শাখার সভাপতি মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তাজুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী সভাপতি সাইদুর রহমান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে লিটন সিকদার, বাবুল সিকদার, মোস্তফা সিকদার, মিলন সিকদার, মামুন শেখ, কালাম সরকার, চান গাজী,আব্দুর রহিম, রুবেল হোসেন, রাজীব, জনি, আনোয়ার হোসেন। এছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে হালাল বাজারের সত্বধিকারী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদার কমিউনিটির সহযোগিতা কামনা করে বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষেই এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয়েছে।

তারা বলেন, এ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেবার মানসিকতা নিয়ে করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উপহার দেয়াই তার লক্ষ বলে জানান।

এ সময় আগত অতিথি কমিউনিটি নেতৃবৃন্দেরা এরকম হালাল প্রতিষ্ঠান হওয়ায় আনন্দিত প্রকাশ করে প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
বিডিনিউজ ইউরোপ /১০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ