কেককেটে ইংরেজি বছরকে বরণ করলো ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম স্পেন শাখা
ইংরেজি নববর্ষ ২০২১ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্পেন ইয়ুথ বাংলার পরিবার,,
সংগঠনের সভাপতি খাদিজা আক্তার মনিকা এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক।ইংরেজি নববর্ষকে বরণ করার আয়োজনে ছিলেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক লাকি আক্তার ও সাধারণ সম্পাদক নুরে আমিন টোকন,,এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাজু গাজী, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাবু,ও জেমী আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রিতা আহমেদ,,অর্থ সম্পাদক বিকাস দাস রবিন,,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অহনা দিবা,সদস্য হিরা জামান, ,রুবেল,বিপ্লব,সুমন আরো অনেকে,,
সংগঠনের উপদেষ্টা বাবুল খান সকলকে-২০২১ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সবার জীবন এই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন,,
বিডিনিউজ ইউরোপ /১০ জানুয়ারি / জই