ইউরোপ এর দেশগুলো বরফে ঢাকা,হিম শীতল কনকনে শীত,তুষারাবৃতই থাকে । স্পেন সব সময় এর ব্যতিক্রম ছিল,গত ৫০ বছরে এমনটি দেখেনি স্পেনবাসি বা মাদ্রিদের জনগন।রোদ্রজ্জল দেশ স্পেন সারাবছরই গ্রীষ্মের মতনই মনে হয় ।
গত ৫০ বছরে এমন তুষারপাতের দেখা মিলেনি মাদ্রিদে । হঠাৎ করেই তুষারপাত শুরু, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টানা তিন দিন এ তুষারপাত চলবে । মাদ্রিদে তুষারপাত রেকর্ড করা হয়েছে ১০ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত । ২০০৯ সালে তুষারপাত হয়েছিল মাদ্রিদে, তবে এমনটি হয় নি । এখন পুরো মাদ্রিদ শহরকে অচেনা মনে হচ্ছে । সাদা শুভ্র তুষার ঢেকে গেছে মাদ্রিদ ও অন্যান্য শহর । বিশেষ করে রাজধানীর জন্য এ ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ।
মাদ্রিদে জনজীবন বিধ্বস্ত,শহরের রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে । কাভার্ড ভ্যান না চলার নির্দেশনা দেওয়া হয়েছে । প্রাইভেট কার চেইন লাগিয়ে রাস্তায় চলাচল করতে বলা হয়েছে । স্পেনের ব্যস্ত মহাসড়ক এম ৩০ ও এম ৪০ আপাতত বন্ধ রাখা হয়েছে । মাদ্রিদের মেট্রো রেল বন্ধ করে দিয়েছে । সকলকে এ দুর্যোগ মোকাবেলায় ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্পেন সরকার । বিশেষ করে রাজধানী মাদ্রিদের জন্য এ ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ । আবহাওয়া অফিস, স্পেনের ‘ফিলোমেনা’ ঝড়ের আগমনের কথা গুরুত্বের সাথে বেশ কয়েক দিন ধরে সতর্ক করে আসছে । ইতিমধ্যে প্রায় ৪০০ টি ছোট বড় রাস্তা ক্ষতিগ্রস্ত এবং চল্লিশটি সড়ক বন্ধ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । তীব্র শীতের সাথে প্রবল তুষারপাত স্পেনের রাজধানী এবং এর পুরো অঞ্চলকে সাদা করে তুলেছে। যেকারণে,শহরের প্রধান সড়ক চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে । এতে শত শত মানুষ আটকে পড়েছেন। অ্যাডল্ফো সুরেজ ডি মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ এবং মাদ্রিদ অঞ্চলের রাস্তার বিভিন্ন পয়েন্টে রাস্তা পরিষ্কার করার এবং আটকা পড়া গাড়িগুলি উদ্ধারের সহায়তার কাজে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মাঠে নেমেছে ।
মাদ্রিদ সহ বিভিন্ন শহরে রেড এলার্ট জারী করা হয়েছে।মাদ্রিদের পাইকারি বাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা সহ যানবাহন সীমিত আকারে চলাচলের পরামর্শ দিয়েছে স্পেন সরকার ।
এমন অভিনব সাদা তুষার অবলোকন করতে মাদ্রিদের ব্যস্ত শহর গুলোতে শিশু-কিশোরদের খেলায় মেতে উঠতে দেখা গেছে । অনেকেকে স্মরণ কালের ঐতিহাসিক শুভ্র তুষারে ঢাকা প্রিয় শহর ছবি ও ভিডিও ক্যামেরা বন্ধি করে রাখছেন ।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই