বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন
চিকিৎসকের মৃত্যুবরণ!
বুধবার ৬ জানুয়ারী সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জীবেশ কুমার প্রামাণিক স্বপন। ডা. স্বপন রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২২তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা ছিলেন।
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর
বয়স হয়েছিল আনুমানিক ৫০ বৎসর। মৃত্যুকালে
তিনি স্ত্রী, সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-
বান্ধব,অসংখ্য ছাত্র-ছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এক শোকবার্তায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ডা. স্বপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার ৬ জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে,
দেশে ৯৭৮ জন নতুন করে করোনায় সংক্রমণ সনাক্ত
হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২৪ জন।
বাংলাদেশে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের
সংখ্যা ৫,১৮,৮৯৮ জন এবং করোনায় মোট মৃত্যুবরণ
করেছেন ৭,৬৮৭ জন। দেশে করোনার থেকে এই
পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪ লক্ষ ৬৩ হাজার
৪৮০ জন।
বিডিনিউজ ইউরোপ/৭ জানুয়ারি/ জই