পুলিশি হেফাজতে বরিশাল ল’ কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্র ফেডারেশনের নিন্দা
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
পুলিশের নির্মম নির্যাতনের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান৷
আজ বিকেলে এক বিবৃতিতে ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন এ ঘটনায় নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানান।
সাকিবুল ইসলাম সাফিন বলেন, “পুলিশি হেফাজতে মৃত্যুকে কখনো সমর্থন করা যায় না। হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন। অপরাধী যতবড় অপরাধ করুক না কেন প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার করতে হবে।”
তিনি আরো বলেন, “জনমানুষ অভিযোগ ও নানান নির্যতনের বিরুদ্ধে পুলিশের দারস্থ হয়। কিন্তু পুলিশি হেফাজতে এই মৃত্যু মানুষের মনে পুলিশ সম্মন্ধে আরো শঙ্কা তৈরি করেছে। তাই এ অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে প্রত্যাহার এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহণ করতে হবে।”
বার্তা প্রেরক
হাছিব আহমেদ
সদস্য
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বরিশাল জেলা
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই