রামুতে বনজমি দখল করে গড়া দালান ও টিনের ঘর ধ্বংস
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় রেঞ্জের তুলাতলী বন বিটের বনাঞ্চলে দখলদার চক্রের গড়ে তোলা দালানঘর সহ একটি টিনের স্হাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে বনজমি উদ্বার করেছে বন বিভাগ।স্হানীয় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স উচ্ছেদ অভিযান চালিয়ে এ পরিমান বনজমি উদ্বার করা হয়। কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার, সহকারী বন সংরক্ষক সোহেল রানা ,মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া, পুলিশের ঈদগড় ক্যাম্পের আইসি,ঈদগড় রেঞ্জের কর্মকর্তা( চলতি দায়িত্ব) এ কে এম আতা- ই এলাহী ও ঈদগড় ও অন্যান্য রেঞ্জের বনরক্ষীরা এ সময় উপস্থিত ছিলেন।অভিযানকারী বন কর্মকর্তা জানান,তাদের এই অভিযান অব্যাহত থাকবে।বনজমি দখলকারী যেই হউক শাস্তি তাকে পেতে হবে।তিনি বনভূমি দখলকারী ও কাঠ পাচারকারী অসাধুদের বিরুদ্ধে অভিযান ও উচ্চেদ কর্মকাণ্ডে স্হানীয় জনসাধারণের সহযোগীতা চান।
বিডিনিউজ ইউরোপ /৩০ ডিসেম্বর / জই