ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম
ঝালকাঠিতে আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে। এ উপলক্ষে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক সুবিমল চন্দ্র হালদার। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহসান। কর্মশালায় সরকারি কর্মকর্তা-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫৭ জন ব্যক্তি অংশ নেন। উন্মুক্ত আলোচনা করেন কর্মশালায় অংশগ্রহকারীরা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে ঝালকাঠি জেলায়। ঝালকাঠি সদরসহ চার উপজেলায় প্রথমে জরিপ কাজ চলবে। এর পরে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয় ও শিক্ষক নিয়োগ করা হবে। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে এ কার্যক্রমের মাধ্যমে।
ঝালকাঠিতে ”সামাজিক সচেতনতামুলক কর্মকান্ড বাস্তবায়নে স্বেচ্ছাসেবামুলক যুব সমাজের করনীয় শীর্ষক” প্রশিক্ষন
ঝালকাঠি প্রতিনিধি ,ঝালকাঠি ২৮ ডিসেম্বর ২০২০\
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর
ঝালকাঠি আয়োজিত ৩ দিন ব্যাপি”সামাজিক সচেতনতামুলক কর্মকান্ড বাস্তবায়নে স্বেচ্ছাসেবামুলক যুব সমাজের করনীয় শীর্ষক” প্রশিক্ষন শুরু হয়েছে।সোমবার সকাল ১১টায় যুব উন্নয়ন প্রশিক্ষন
কেন্দ্রে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বের মেডিকেল অফিসার ডাঃ মাসুদুল হাচান,যুবউন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন বিশেষ
অতিথি ছিলেন।অন্যদের মধ্যে প্রশিক্ষনার্থী মাহামুদুল হক বক্তব্য রাখেন।প্রশিক্ষনে ৫০জন অংশগ্রহন করেছেন।
বিডিনিউজ ইউরোপ /২৮ ডিসেম্বর / জই