ঝালকাঠিতে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের সামাজিক যোগাযোগ উপকরণ বার্তা সমর্থন ও বৈধকরণ সভা
ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক প্রকল্পের“সামাজিক যোগাযোগ উপকরণ বার্তা” সমর্থন ও বৈধতাকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে কাজী মো, সোয়াইব। অন্যদের মধ্যে কমুনিকেশন বিশেষজ্ঞ সেতারয়ে জান্নাত মূল সঞ্চালনা করেন। গ্লেবাল এফ্যেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় গর্ভনেন্স ইউনিভিশন এর যোথ উদ্যোগে জেলা প্রশাসক, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন করেছে। সভায় জেলা পর্যায় বিভিন্ন সরকারি বিভাগের জেলা প্রধান, এনজিও প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরসহ ৪৫জন অংশগ্রহণ করেছে। বাল্য বিবাহ প্রতিরোধ বিষয় এই প্রকল্পটি বরিশাল বিভাগের ঝালকাঠি ও ভোলা জেলায় নিবিরভাবে বাস্তবায়িত হচ্ছে।
বিডিনিউজ ইউরোপ /২৪ ডিসেম্বর / জই