• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে সীমান্তে বিএসএফ এর হত্যা নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

হে জ্যোতির্ময় তারুন্যদিপ্ত বাংলাদেশের জনতার রাষ্ট্রনায়ক ,”তারেক রহমান”ঃপলাশ আহমেদ

পলাশ আহমেদ( ইউক্রেন) কিয়েভ
আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

হে জ্যোতির্ময় তারুন্যদিপ্ত বাংলাদেশের জনতার রাষ্ট্রনায়ক ,”তারেক রহমান” সদ্য সমাপ্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল বিজ্ঞানমেলার”গ”বিভাগের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে আপনার প্রাণচঞ্চল উপস্থিতি এবং আপনার অসাধারন উপলব্ধিশীল পর্যবেক্ষণ, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীয় আবিষ্কার হৃদয় দিয়ে উপলব্ধিকরা উদ্ভাবনীয় সৃষ্টিশীল চেতনাকে বিকশিত করে দেশ ও জনকল্যাণে তা যথার্থভাবে কাজে লাগানোর জন্য বিশ্লেষণ ভিত্তিক বাস্তব সম্মত যেই দিক নির্দেশনা প্রদান করেছেন তা থেকে মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ প্রত্যয় স্পষ্ট প্রতীয়মানহয়েছে,

হে জনতার রাষ্ট্রনায়ক আপনার সরব উপস্তিত আজ অন্তর দিয়ে উপলব্ধি করেছে এদেশের উদিয়মান বিজ্ঞানীরা। আপনার পথপ্রদর্শনেই ক্ষুদে বিজ্ঞানীদের চোখে লালিত স্বপ্নের বাস্তবিক প্রতিফলনে বিজয়ের উল্লাস দেখেছি আমি। শুধু ক্ষুদে বিজ্ঞানিরাই কেবল নয়,আজ আপনার প্রতীক্ষায় প্রহর গুনছে সমগ্র বাংলাদেশ, আজ আপনি শোষিত বাংলার নিপীড়িত জনতার হৃদয়ের মনিকোঠায় যে জায়গা করে নিয়েছেন,সেই জায়গা থেকেই মজলুম জনতা আজ হাজারো স্বপ্ন বুনছে আপনাকে ঘিরে। আপনার পদচারণায় আবার সরব হবে বাংলাদেশের পথ প্রান্তর।আপনার সৃষ্টিশীল চিন্তা চেতনায় সজ্জিত হবে গ্রাম বাংলা ।আপনার কৃষি বান্ধব চিন্তা চেতনার বাস্তব প্রতিফলনে ফসলে ভরে উঠে কৃষকের মাঠ,কৃষকের মলিন ঠোঁটে হাসবে উচ্ছ্বাসিত অমিয় হাসি, আপনার আগমনী বার্তায় খেটে খাওয়া মজলুম জনতার ছল-ছল নিরাশ চোখের কোনে জমেথাকা জল মুছে ফেলে নতুন আশার প্রহর গুনছে,দিগন্তের ঈশান কোণ আপনার আগমনি আভাসে ১৬ কোটি জনতা ন্যায় প্রতিষ্ঠার প্রতীক্ষায় আশার প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছে।

লিখেছেন-পলাশ আহমেদ সাংগঠনিক সম্পাদক ইউক্রেন বিএনপি এবং সভাপতি সাবেক ছাত্র দল অর্গানাইজেশন ইউরোপ

বিডিনিউজ ইউরোপ /২২ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ