• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন বাকুতে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস মণিপুর রাজ্যে নতুন করে সিআরপিএফ-বিদ্রোহী সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন ভিয়েনায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতৃবৃন্দের ফিরিয়ে আনতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি – আসিফ নজরুল মনফালকনে বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত ঝালকাঠিতে মহা সমারহে শুরু হচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা  ভোলায় আ’লীগ নেতার গোপন কক্ষ থেকে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

হিমছড়ির গহীন অরণ্যে পথহারা ৪যুবকদের উদ্ধার করলো বিমান বাহিনী

নাজিম উদ্দীন ( কক্সবাজার) সদর
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

কক্সবাজার সাগর তীরের হিমছড়ি দরিয়ানগর পাহাড়ে বেড়াতে গিয়ে দিক হারানো আটকা পড়া ৪ যুবককে বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়ে উদ্ধার করা হয়েছে। শনিবার শেষ বিকেলে ঘটেছে এমন ঘটনা। যুবকরা সবাই কক্সবাজারের বাসিন্দা।

পাহাড় থেকে উদ্ধার হওয়া যুবকরা হলেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

জানা গেছে, কক্সবাজার শহরের বাসিন্দা ৪ সহপাঠী যুবক শনিবার সকালে হিমছড়ি পাহাড় দেখতে যান। তারা ৪ বন্ধু এক পর্যায়ে কলাতলি দরিয়ানগর এলাকা দিয়ে হিমছড়ি পাহাড়ে আরোহন করেন।

এ বিষয়ে কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুল হক জানিয়েছেন, অ্যাডভেঞ্চারে যাওয়া যুবকদ্বয় হিমছড়ির কয়েকটি পাহাড় ঘুরে সমতলে নামার পথ খুঁজে না পেয়ে আটকা পড়ে যান। তারা নির্জন পাহাড়ে ভয়ভীতির মুখে পড়ে এক পর্যায়ে ৯৯৯ নম্বরে মোবাইল করে সাহায্য প্রার্থনা করেন।

৯৯৯ থেকে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ যথারীতি ভ্রমণকারীদের উদ্ধারে যান। কিন্তু পুলিশও কোনোভাবে সুউচ্চ পাহাড় থেকে তাদের সমতলে নামিয়ে আনার উপায় খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় বিমান বাহিনীকে।

কক্সবাজারস্থ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ এ বিষয়ে বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধারকারি দলের পক্ষ থেকে ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
সেই সাথে মোবাইল ট্যাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে তাদের পাহাড় থেকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
বিডিনিউজ ইউরোপ /২১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ