শান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পাঁচশত দুস্হ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে “এলটিএ”
লালমোহন তজুমদ্দিনের শীতার্ত মানুষের পাশে বারবার শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছে- লালমোহন তজুমদ্দিন এলায়েন্স ‘এলটিএ’ । চলতি শীত মৌসুমে সঙগঠনটির প্রধান সমন্বয়ক বাংলাদেশ ব্যাঙ্কের নবনিযুক্ত ডিজিএম ও লালমোহন ফাউন্ডেশন ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ফারুক সালেহীর হাত দিয়ে প্রায় ২০ হাজার অসহায় অনন্যোপায় মানুষের মাঝে শীতের সম্বল কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসুত্র।
সেই ধারাবাহিকতায় আজ ১৮ ডিসেম্বর ২০২০ সকালে ও বিকালে লালমোহন পৌরসভা ও তজুমদ্দিন উপজেলার ছোট ডাওরী এলাকায় প্রায় ৫০০ দুস্হ, বিধবা, পঙ্গু, প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এলটিএ’র প্রধান সমন্বয়ক ব্যাঙ্কার ফারুক সালেহী এবং নির্বাহী সমন্বয়ক, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি ও শান ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধার সন্তান শাহাবুদ্দিন রিপন শান ।
ভোলা দক্ষিণ প্রেসক্লাব, লালমোহন মিডিয়া ক্লাব,বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অষ্ট্রিয়া, ইউরো সমাচার ও ইউরো বাংলা টাইমস এবং বিডিনিউজ ইউরোপ এর পার্টনারশিপে অনুষ্ঠিত এলটিএ’র শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাকসুদ উল্লাহ, দপ্তর সম্পাদক আজিমুদ্দিন খাঁন, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার, প্রচার সম্পাদক জসিম মাতাব্বর, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও ইউসুফ আহমেদ, নির্বাহী সদস্য ইয়াসিন সিরাজী, লালমোহন রোদসী কৃষ্টি সংসারের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, শান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ রুবেল শান প্রমুখ ।
বিডিনিউজ ইউরোপ /১৮ ডিসেম্বর / জই