• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ইতালির রোমের তুসকোলানায় শুভ উদ্বোধন হয়ে গেলো পি.সি পয়েন্ট ক্যাফ এন্ড মানি ট্রান্সফার

মিনহাজ হোসাইন ইতালি
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

রাজধানী রোমের তুসকোলানায় শুভ উদ্বোধন হয়ে গেলো পি.সি পয়েন্ট ক্যাফ এন্ড মানি ট্রান্সফার

ইতালী রাজধানী রোমের তুসকোলানায় বাংলাদেশি মালিকানাধীন আইনি সহায়তার জন্য via Flavio stilicone 11. 00175 roma শুভ উদ্বোধন হয়ে গেলো পি.সি পয়েন্ট ক্যাফ এন্ড মানি ট্রান্সফার।

১লা নভেম্বর রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পি.সি পয়েন্ট ক্যাফ এন্ড মানি ট্রান্সফার এর সত্বধিকারী নিবাস চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সার্ভিস সহ প্রবাসীরা যে কোন দেশে নিরপদে টাকা পাঠানোর জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে উল্লেখ করে আমন্ত্রিত অতিথীবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বলেনঃ এই ধরনের একটি সেবা ও সহযোগিতামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠানের সত্বধিকারী নিবাস চক্রবর্তীর ভুয়সি প্রসংসা করেন। এবং তারা অত্যান্ত আনন্দিত বলে মত প্রকাশ করেন। তারা আরো বলেন এই ধরনের কিছু প্রতিষ্ঠান তাদের সুনাম বজায় রাখতে ব্যর্থ হয়েছে আশা করি এটিও সেবাদানে তাদের মত ব্যর্থ হবে না।

এসময় প্রতিষ্ঠানের সত্বধিকারী নিবাস চক্রবর্তীর বলেন প্রতিটি মানুষ যেন সর্বোচ্চ সেবাটা এই প্রতিষ্ঠানের মাধ্যমে পায় সেদিকে লক্ষ রাখতে হবে এবং মানুষের যেকোন সমস্যা যেন গুরুত্ত্ব সহকারে দেখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন আমাদের হয়রানির দিন শেষ, যারা বিভিন্ন জনের কাছ ত্থেকে বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয়েছেন তারা আমাদের পি.সি পয়েন্ট ও মানি ট্রান্সফার এ আসুন আশা করি আপনি আপনার কাংঙ্খিত সেবাটা পাবেন। সকলের আন্তরিকতা ও দোয়া থাকলে আমি আমার সর্বচ্চ সেবাটাই দেয়ার চেস্টা করবো। আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে এই মহৎ উদ্দ্যেগ হাতে নিয়েছি। আপনারা আমার জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলঃ +383510203838 , 0686677995
বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ